বাংলাদেশ এশিয়া মহাদেশের একটি ছােট দেশ। এ দেশটি বিভিন্ন সময়ে বিভিন্ন শাসক দ্বারা শাসিত ও শােষিত হয়েছে। | অবশেষে ১৯৭১ সালে এ দেশটি নয় মাসের একটি রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা লাভ করে। বিশ্বের | মানচিত্রে স্থান পায় একটি লাল-সবুজের পতাকা খচিত দেশ। তবে বর্তমান বাংলাদেশ নামক রাষ্ট্রটি বাংলা ভাষাভাষী জনগােষ্ঠী | অধ্যুষিত বিস্তৃত জনপদের একটি অংশমাত্র। বাংলাদেশের বাইরে ভারতের পশ্চিমবঙ্গের সবখানে, আসামের অন্তর্গত কাছাড় ও গােয়ালপাড়া, বিহারের অন্তর্গত পুর্ণিয়া, সিংভূম ও সাঁওতালের কতকাংশ, উড়িষ্যা ত্রিপুরা রাজ্যের কিছু অংশে এবং মায়ানমারের আরাকানে বাংলা ভাষাভাষী লােকের বসবাস। প্রাচীনকালে এ অঞ্চলের কোনো নির্দিষ্ট নাম ছিল না। বৃহৎ বাংলা ভাষাভাষী অঞ্চল বঙ্গ, পুন্ড্র, রাঢ়, সুহ্ম, হরিকেল, সমতট, চন্দ্রদ্বীপ, তাম্রলিপ্তি, সপ্তগাঁও ,কামরূপ ভিন্ন ভিন্ন নামে পরিচিত ছিল। সপ্তম শতাব্দিতে বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা শশাংক এই জনপদগুলোকে গৌড় নামে একত্রিত করেন। এর পর বঙ্গদেশ পুন্ড্র, গৌড় ও বঙ্গ এই তিন নামে বিভক্ত হয়ে যায়। মুসলমান আমলে এসব জনপদ একত্রে বাংলা অথবা বাঙালা নামে সর্বপ্রথম পরিচিত হয়।
Tags
Ancient Bengal
Bangladesh History
BD History
Geopolitics
Independence
Language History
Muslim Rule
Origin of Bengal
Shashanka
