Welcome to Business Studies, your number one source for learning.-----We're dedicated to providing you the best of learning information and knowing new things , with a focus on dependability.----- We're working to turn our passion for learning information into a booming online platform.----- We hope you enjoy our sites as much as we enjoy offering them to you.----- Sincerely,Masud Parvez

বাংলাদেশের ভৌগােলিক অবস্থানের ইতিহাস।



বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত। এটি প্রায় ২০°৩৪ উত্তর হতে ২৬°৩৮ উত্তর অক্ষাংশ এবং ৩৮৮°০১ পূর্ব দ্রাঘিমারেখা থেকে ৯২°৪১ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। পূর্ব থেকে পশ্চিমের সর্বোচ্চ বিস্তৃতি প্রায় ৪৪০ কি. মি. " এবং উত্তরে উত্তর-পশ্চিম থেকে দক্ষিণে দক্ষিণ-পূর্বে সর্বোচ্চ বিস্তৃতি ৭৬০ কি. মি. । বাংলাদেশের মাঝামাঝি দিয়ে কর্কটক্রান্তি রেখা চলে গেছে। ফলে দেশটি ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ ব-দ্বীপ। এর আয়তন প্রায় ১,৪৭,৫৭০ বর্গ কি. মি.। বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম, পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মিয়ানমার, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে বঙ্গোপসাগর।


বাংলাদেশের সর্বমােট সীমারেখা ৫,১৩৮ কি. মি.। বাংলাদেশের মােট স্থলসীমা ৪,৪২৭ কি. মি.। এর মধ্যে বাংলা ভারতের সীমারেখার দৈর্ঘ্য ৪,১৪৪ কি. মি. এবং বাংলাদেশ মিয়ানমারের সীমারেখার দৈর্ঘ্য ২৮৩ কি. মি.। বাংলাদশের সাথে ভারতের ৩০টি ও মিয়ানমারের সাথে ৩টি জেলার সীমানা রয়েছে। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের উপকূল রেখার দৈর্ঘ্য প্রায় ৭১১ কি. মি. । উল্লেখ্য যে, বরিশাল বিভাগের সাথে ভারতের কোনাে সীমান্ত নেই।

Post a Comment

If you have any doubts, please let me know.

Previous Post Next Post